Friday , 22 June 2018

সংবাদ শিরোনাম

“বুবলি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত”

September 21, 2017 4:50 pm Leave a comment A+ / A-

shobnom-bubly-bangladeshi-actress-biography-photos-11

 

 

 

 

 

 

 

 

নতুনকণ্ঠ: মাত্র এক বছরের ক্যারিয়ার। কিন্তু এর মধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’-এর মতো ছবি উপহার দিয়েছেন।

শাকিব-অপুর পর ঢালিউডে শাকিব-বুবলীই এখন আলোচিত জুটি। হাতে আছে নতুন ছবি ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। ছবিটির শুটিং শুরু হতে আরো এক মাস বাকি। আর এ সময়টা অবহেলায় না কাটিয়ে বুবলি ব্যস্ত পড়াশোনা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তি হয়েছেন তিনি। শুটিংয়ের কারণে মাঝখানে একটি সেমিস্টার ড্রপ দিতে হয়। আর সেটি কাটিয়ে উঠতেই এখন সকাল-সন্ধ্যা পড়াশোনা।

বুবলী বলেন, ‘বর্তমানে পরীক্ষা, প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছি। আমার আর তিনটা সেমিস্টার বাকি রয়েছে। শুটিং না থাকলে বেশ আগেই কোর্সটা শেষ করতে পারতাম। এখন শুটিং নেই। সেই ফাঁকে পড়াশোনাটা এগিয়ে রাখছি। ’

“বুবলি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত” Reviewed by on .                 নতুনকণ্ঠ: মাত্র এক বছরের ক্যারিয়ার। কিন্তু এর মধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’-এর মতো ছবি উপ                 নতুনকণ্ঠ: মাত্র এক বছরের ক্যারিয়ার। কিন্তু এর মধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’-এর মতো ছবি উপ Rating: 0

আপনার মন্তব্য দিন

scroll to top