Tuesday , 20 February 2018

সংবাদ শিরোনাম

অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার

September 12, 2017 12:51 pm Leave a comment A+ / A-

akshay-kumarনতুনকণ্ঠ:অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার! হ্যাঁ ঠিকই পড়ছেন। অন্তত দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ এর প্রোমোতে এমনই অবস্থায় দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে। নিজের ইনস্টাগ্রাম পেজে সেই শো এর প্রোমোর প্রথম ক্লিপিংস শেয়ারও করেছেন অক্ষয়। তবে এই ঘটনার নেপথ্য কারণ হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যেই ছোট পর্দায় ফিরছেন অক্ষয়। সেখানে দর্শককে অভিনব কিছু একটা উপহার দিতেই এই নয়া উদ্যোগ।

দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ এ অক্ষয়কে দেখা যাবে বিচারকের আসনে। প্রোমোতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অক্ষয়ের আল্ট্রাসাউন্ড হচ্ছে। তাঁর গর্ভে রয়েছে ছটি সন্তান। সেখানে দেখা যাচ্ছে অক্ষয়কে তার অনস্ক্রিন স্ত্রী অতিরিক্ত আহ্লাদ দিয়ে প্রশ্রয় দিচ্ছেন।

এমন প্রমোর পর ধরেই নেওয়া যায় একটি মারাত্মক হাসির শো দর্শকরা ফের উপহার পেতে চলেছেন অল্প কয়েকদিনের মধ্যেই। এদিকে অক্ষয় যেমন অ্যাকশন ছবিতেও পারদর্শী, তেমনই তার কমিক-টাইমিংও যথেষ্ট প্রশংসনীয়।

অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার Reviewed by on . নতুনকণ্ঠ:অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার! হ্যাঁ ঠিকই পড়ছেন। অন্তত দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ এর প্রোমোতে এমনই অবস্থায় দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে নতুনকণ্ঠ:অন্তঃসত্ত্বা অক্ষয় কুমার! হ্যাঁ ঠিকই পড়ছেন। অন্তত দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ এর প্রোমোতে এমনই অবস্থায় দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে Rating: 0

আপনার মন্তব্য দিন

scroll to top