Tuesday , 20 February 2018

সংবাদ শিরোনাম

সিনেমায় নামার প্রস্তুতি নিচ্ছে শাহরুখ কন্যা

August 29, 2017 1:57 pm Leave a comment A+ / A-

image_186301_1503990383শাহরুখ খানের মেয়ে সুহানার যে সিনেমায় আগ্রহ, তা অনেকেরই জানা। শোনা যাচ্ছে, সে নাকি এবার বাবার বন্ধু করণ জোহরের কাছ থেকে এ ব্যাপারে কোচিং নিতে শুরু করেছে।

 
এসআরকে বারবার বলেছেন, তিনি চান, তার ছেলেমেয়েরা আগে লেখাপড়া শেষ করুক, তারপর ভাবুক ছবি করার কথা। ১৭ বছরের সুহানা উঁচু ক্লাসের ছাত্রী। অল্পদিন আগে তাকে দেখা গিয়েছে করণ জোহরের অফিসে।
 
তার সঙ্গে একাধিক পেশাদার হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ পার্সন ছিলেন। একজন প্রথম শ্রেণির স্টাইলিস্ট নাকি তাকে সাজিয়ে দেন, ছবি তোলেন সেরা ফটোগ্রাফার।
 
করণ জোহর বলে এসেছেন, শাহরুখের ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা- দুজনেরই বলিউডে অভিষেকে অংশ নিতে চান তিনি। আরিয়ান সিনেমায় নামবে কিনা পরিষ্কার নয়। তবে শোনা যাচ্ছে, সুহানার বলিউড অভিষেকের ব্যাপারে করণ বড়ভাবে যুক্ত থাকবেন। সুহানাও ক্যামেরার সামনে খুবই স্বচ্ছন্দ বলে খবর।
 
তবে শাহরুখ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিনেমা করতে হলে ছেলেমেয়েকে অন্তত গ্র্যাজুয়েট হতেই হবে। যাক, কিছুদিন থিয়েটার করুক, অভিনয় নিয়ে পড়াশোনা করুক কয়েক বছর। তারপর নতুন কিছু করুক। তার পথে হেঁটে নয়, নিজের পথ তৈরি করে নিক তারা

 

সিনেমায় নামার প্রস্তুতি নিচ্ছে শাহরুখ কন্যা Reviewed by on . শাহরুখ খানের মেয়ে সুহানার যে সিনেমায় আগ্রহ, তা অনেকেরই জানা। শোনা যাচ্ছে, সে নাকি এবার বাবার বন্ধু করণ জোহরের কাছ থেকে এ ব্যাপারে কোচিং নিতে শুরু করেছে।   এসআরক শাহরুখ খানের মেয়ে সুহানার যে সিনেমায় আগ্রহ, তা অনেকেরই জানা। শোনা যাচ্ছে, সে নাকি এবার বাবার বন্ধু করণ জোহরের কাছ থেকে এ ব্যাপারে কোচিং নিতে শুরু করেছে।   এসআরক Rating: 0

আপনার মন্তব্য দিন

scroll to top