মনির হোসেন- জেলা প্রতিনিধি,গাজীপুর | ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ৬:১৩ অপরাহ্ণ
শ্রীপুর বেলতলী এলাকা থেকে ইয়াবা সহ আটক ১
গাজীপুর পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম’র
নির্দেশে, আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ২৭/০৯/২০১৯ তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন’র তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোজাম্মেল হক এর নেতৃত্বে শ্রীপুর থানাধীন বেলতলী সাকিনে নতুন বাজার হইতে ঝর্ণাকাটার মোড়গামী রাস্তার লাল মিয়ার চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর ২.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১। মোঃ রেজাউল করিম (২০), পিতা-মৃত নজরুল ইসলাম@ নজু, সাং-কবরঘাটা, পোঃ-দক্ষিন বারোতোপা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে ২৫ (পচিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে এসআই (নিঃ)/রুমন দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা নং-৭১, তারিখ-২৮/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।